ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল প্রমূখ।