ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে বগুড়ার ধুনটে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ধুনট কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভেটু, সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম, যুবদল নেতা এসএম হালিম, মোহাম্মদ আলী জন, বিপুল হাসান, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, রকিবুল হাসান, শাহাদত হোসেন প্রমূখ। এছাড়া ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।