ধুনটে সাদ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদ পন্থীদের বর্বরোচিত হত্যার বিচারের দাবিতে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ ও তাবলীগের সাথীবৃন্দ। শুক্রবার বাদ আসর ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট বাজারের চারমাথা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা তাবলীগ জামাতের শুরা সদস্য মুফতি খোরশেদ সাহেব, মুফতি হাবিবুল্লাহ মাসুম, প্রফেসর রেজাউল করিম, মাওলনা শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান ও শ্যামবাড়ী মাদ্রাসা প্রধান মুফতি এনামুল হক।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল্লাহ, মাওলানা মাসউদুর রহমান সুমন, মুফতি শাহাদাৎ, মাওলানা রবিউল ইসলাম রবি, হাফেজ মাওলানা আশরাফুদ্দিন আল আজাদ, মুফতি কাউছার আহমেদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলনা আব্দুল খালেক সহ বিভিন্ন ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীবৃন্দ।