রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঠাকুরগাঁও জেলার সদরের রুহিয়ায় ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে ডা.বাতেন-ডা.খাদিজা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই কম্বল বিতরণ করেন ডা. এম এ বাতেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়।
কম্বল বিতরণকালে রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ডা. এম. এ বাতেন থাকেন বগুড়ায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি। গ্রামের দিকে না তাকালেও তাঁর কিছু যায়-আসে না। তবুও গ্রামটিকে তিনি ভোলেননি। ভোলেননি গ্রামের মানুষকে। দূরে থেকেও সকল পরিস্থিতিতে হাত বাড়িয়েছেন গ্রামের মানুষের দিকে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ডা. বাতেন-ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা. এম এ বাতেন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুজহারুল ইসলাম, প্রথম আলো পত্রিকার সাংবাদিক মজিবর রহমান খান, প্রথম আলো পত্রিকার ঠাকুরগাঁও বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মুজা মন্ডল, হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঝারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রুহিয়া থানা জাসাসের সাধারণ সম্পাদক আইডল খোকা খান প্রমূখ।