জেমস আব্দুর রহিম রানা: অনুসন্ধানবার্তা
যশোরের মনিরামপুরে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক দদ চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর সুন্দলপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মনিরামপুরের মুন্সিখানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অপর আহতরা হলেন, একই উপজেলার বাঙ্গালিপুর গ্রামের বিল্লাল হোসেন। এছাড়া আহত আব্দুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বলে হাসপাতালসূত্রে জানা গেছে। আহত আরেক জনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-সাতক্ষীরা রোডে মাছ বহনকারী পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। এ সময় সুন্দলপুর বাজার স্কুল মোড়ে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পিকআপ ভ্যানে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) এবং অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের টিএইচএ ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হেসেন এবং মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।