রুহিয়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

রুহুল আমিন, রুহিয়া প্রতিনিধি: অনুসন্ধানরবার্তা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে এ উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার মোকাদ্দেস ইবনে সালাম।

প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, রুহিয়া থানা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন ও রুহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

এছাড়াও সভায় ইউপি সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এসময় রুহিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

স্কুল ব্যাগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল- আখি আক্তার, জান্নাতুল ফেরদৌসী, সিমরান, নিশাত, ওসমান গনি, কেমি, সিরাজুম মনির, সাদিয়া, মোনালিসা, নাজমুল শাহাদাত, মোমেন বাকেরী, রিফাত প্রমুখ।