ধুনটে যানজট নিরসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে যানজট নিরসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌরসভার কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমূখ।