ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আশরাফ আলী, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, এলাঙ্গীর প্যানেল চেয়াপরম্যান শাহাদত হোসেন পিস্টন, ধুনট সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নূরুন্নবী হোসেন প্রমূখ। আইন শৃঙ্খলা সভায় মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ ধুনট উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ আলোচনা করা হয়।