স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জুয়ার আসর থেকে দুইজন প্রধান শিক্ষক ও এ্যাডভোকেটসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে শুক্রবার বিকেলে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাকিব (৪৮), কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), পীরহাটি গ্রামের মৃত আবু বক্কর মন্ডলের ছেলে তোতা মিয়া (৫৪), খাদুলি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে খাদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির উদ্দিন (৫৫), ধেরুয়াহাটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আল আমিন (৫২), মৃত মনছের আলীর ছেলে রতন সরকার (৪৭), অলোয়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে সোহেল রানা (৪৩), গোপালপুর খাদুলী গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে রান্ডিলা আতাউল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম (৫৫), খাদুলী গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮), গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের ডাক্তার শফিকুল ইসলামের ছেলে বগুড়া জর্জ কোর্টের এ্যাডভোকেট মাহবুবুর রহমান মোমিন (৩৭) ও বগুড়া সদর থানার নারুলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০)।
থানাসূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে পুলিশ সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের মৃত আজগর আলীর ছেলে ইমন শেখের বাড়িতে চৌচালা একটি ঘরের ভিতরে কতিপয় লোক একত্রিত হয়ে টাকা দিয়ে জুয়া খেলছে।
তখন তাৎক্ষণিক ভাবে তথ্যের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সকলেই দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৪ হাজার ৫২০ টাকা জব্দ করে পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়াড়িদের গ্রেপ্তার করে জুয়া আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।