রুহিয়া থানা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপেল মাহমুদ, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: অনুসন্ধানবার্তা
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রুহিয়া চৌরাস্তা সংলগ্ন আবুনুর চৌধুরীর মিল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা নাজমা পারভীন।

রুহিয়া থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু কালাম আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আল-মামুন আলম, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, মহিলা বিষয়ক সম্পাদিকা লিলি মনোয়ারা, রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম রিপন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা মহিলা দলের সভানেত্রী সভাপতিত্বে পুরোনো কমিটি বিলুপ্তি করে রহিমা খাতুনকে সভাপতি, পারুল বেগমকে সাধারণ সম্পাদক ও জেসমিন আক্তার কে সাংগঠনিক করে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।