স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের মাছ চুরি করা কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আড়কাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ওমর ফারুক (৩৫), ফরিদুল ইসলাম (৪০) ও বৃদ্ধ খলিলুর রহমান (৬৫)।
স্থানীয়সূত্রে জানা গেছে, আড়কাটিয়া গ্রামের খলিলুর রহমান এর ছেলে ওমর ফারুক সাথে প্রতিবেশী মৃত আবুল হোসেন এর ছেলে মোছাদ্দেক রহমান বেঙ্গু (৪৮) ও মুকুল হোসেন (৪৫) সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এমতাবস্থায় শনিবার সকালে মৃত আবুল হোসেন এর ছেলে মোছাদ্দেক রহমান ওরফে বেঙ্গু ও মুকুল হোসেন সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র¿ নিয়ে আড়কাটিয়া গ্রামস্থ আসামীদের বসতবাড়ী সংলগ্ন ওমর ফারুক এর স্বত্ব দখলীয় পুকুরে এসে মাছ চুরি করে।
এই সংবাদ পেয়ে খলিলুর রহমানের ছেলে ওমর ফারুক, ফরিদুল ইসলাম ও বৃদ্ধ খলিলুর রহমান এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত ওমর ফারুক বাদী হয়ে শনিবার দুপুরে আড়কাটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোছাদ্দেক রহমান ওরফে বেঙ্গু (৪৮), মুকুল হোসেন (৪৫), মৃত দেলবার হোসেনের ছেলে বাবু প্রাং (৫৫), মৃত রুস্তমের ছেলে ইকবাল হোসেন (৪৬), শামছুল এর ছেলে নয়ন মিয়া (৩০), নিশান (২১), মৃত শাহ জামাল এর ছেলে কালু (৩৮), হাকিম (৪০), এজার (২৭), চাঁন মিয়া এর ছেলে মিনু (৩০), মৃত হারেজ এর ছেলে নুরুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মারপিটের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।