স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকার বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল সরেজমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকার বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম নামে ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।