ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ধুনট সদরপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
ধুনট সদরপাড়া এলাকার মৃত মোজাহার আলীর ছেলে কৃষক খোরশেদ আলম জানান, শুক্রবার রাতে গোয়াল ঘরে একটি গাভীন গরু, একটি বকনা ও একটি বাছুর রেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে গোয়াল ঘরে দেখতে পান গরুগুলো চুরি হয়ে গেছে। বিষয়ে থানায় জানানো হয়েছে।
এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, চুরি ঠেকাতে পুলিশ কাজ করছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।