ধুনটে আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে চারটি মামলায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) তাকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ইউপি চেয়ারম্যান পীরহাটি গ্রামের নূরুল ইসলাম বাদশা মল্লিকের ছেলে।

থানাসূত্রে জানাযায়, ২০১৮ সালে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ২০২৪ সালে আওয়ামীলীগ নেতা বর্তমান মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। এছাড়া মথুরাপুর ইউনিয়নের আশাদুল ইসলাম নামে এক মৎস্য খামারীর ঘরে অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে জেমস মল্লিকের বিরুদ্ধে ধুনট থানায় পৃথক আরো দুটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি সাইদুল আলমের নেতৃত্বে এসআই মঞ্জুর মোর্শেদ, এসআই মোস্তাফিজ আলম, এসআই অমিত বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, চারটি মামলায় ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।