ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাসব্যাপী মেলায় যাত্রাপালা, সার্কাস ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডস পরিচালনা করার অনুমতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ফয়সাল মাহমুদের স্বাক্ষরিত এক স্মারকপত্রে মেলার অনুমতি বাতিল করা হয়। এদিকে মেলার বন্ধের স্মারকপত্র হাতে পেয়েই মিষ্টি বিতরণ করেছেন তৌহিদী জনতা।
স্মারকপত্রে উল্লেখ করা হয়, ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা মাঠে শীতকালীন মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শিত হতে পারে এই আশঙ্কায় মেলা বন্ধ করার জন্য ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং জামায়াত নেতা রেজাউল করিমের নেতৃত্বে তাদের লোকজন মেলা বন্ধের আবেদন জানান। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ২/৩ জন আহত হয়। এঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ ধুনট থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা সহ উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে মেলা পরিচালিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনশৃঙ্খলা ও জনসাধারণের শান্তি রক্ষার্থে মেলার অনুমতি নির্দেশক্রমে বাতিল করেন সহকারী কমিশনার ফয়সাল মাহমুদ।