স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এসিল্যান্ডের অভিযানে পালিয়েছে মাটি খেকোরা। বৃহস্পতিবার বিকালে ভান্ডারবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ি বগা গ্রামের ফসলী জমির মাঝে পুকুর খননকালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।
ধুনট এসিল্যান্ড খায়রুজ্জামান জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী বগা গ্রামের তিন ফসলী জমির মাঝে পুকুর খনন করে মাটি বিক্রি করার সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এর আগেই পালিয়ে যায় তারা। তবে পরবর্তীতে সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় কৃষক আব্দুল হান্নান বলেন, আমাদের গ্রামে প্রায় ৫০ বিঘা জমিতে বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন অনেক কৃষক। কিন্তু এক সপ্তাহ ধরে তিন ফসলী জমির মাঝে মিলন হোসেনের ৪৫ শতক জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন মানিক পোটল গ্রামের নায়েব আলীর ছেলে আল আমিন। এবিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করার পর বৃহস্পতিবার এ্যাসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। কিন্তু এর আগেই মাটিখেকোরা পালিয়ে যায়।