ধুনটে ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ব্যবসার ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ধুনট বাজার পরিদর্শণকালে খান মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী মনিরুল ইসলাম ও আলতাফ হোসেনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। তবে পণ্যের সঠিক মূল্য নিয়ন্ত্রন এবং লাইসেন্স বিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।