ধুনটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
বগুড়ার ধুনটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ইছামতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহেল কাফি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম প্রমূখ।

এরপর উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্বে করেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল।