ধুনটে গাঁজার গাছসহ এক চাষি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ফসলী জমি থেকে একটি গাঁজার গাছসহ জয়নাল খন্দকার (৪৮) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত গাঁজা চাষি জয়নাল খন্দকার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর মধ্যপাড়া এলাকার মৃত মনছের খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল খন্দকার তাঁর মোহনপুর গ্রামের ইছামতি নদীর পাশে উজান চর নামক স্থানে তার মরিচের জমির মাঝখানে ১টি গাঁজার গাছ রোপন করে। বর্তমানে গাছটি ৭ ফুট এবং ওজন প্রায় ৪ কেজি।

শনিবার ভোর রাতে ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাচাষি জয়নাল খন্দকারকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তার দেখানো তথ্যমতে পুলিশ তাঁর মরিচের জমির মধ্যখান থেকে গাঁজার গাছটি উদ্ধার করে।

তবে এবিষয়ে থানা হাজতে আটক জয়নাল খন্দকার বলেন, আমার মরিচের জমির মধ্যখানে ওই গাছটি এমনি হয়েছে। কেউ শত্রুতার করে আমাকে ধরিয়ে দিয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ফসলী জমিতে গাঁজা চাষ করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক চাষিকে গ্রেপ্তার করে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।