ধুনটে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলল প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ভূতবাড়ী দক্ষিণপাড়া গ্রামে রাতের আধারে টিনের দুই চালা বাড়ির নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষ। এঘটনায় রবিবার ক্ষতিগ্রস্থ ওই বাড়ির মালিক বিচার চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার মৃত ফজলুল বাড়ীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের ক্রয়কৃত সম্পত্তি ভান্ডারবাড়ী মৌজার ৪ শতাংশ সম্পত্তিতে টিনের দুই চালা ঘরের ইটের দেয়াল নির্মাণ শুরু করেন। ইট দিয়ে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের চতুর্দিকে ৩ ফিট উচ্চতা পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেগুলো রাতের আধারে ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি একজন সাধারণ ব্যবসায়ী। অনেক কষ্টে এক বছর আগে ৪ শতাংশ জমি কিনেছি। এই জমিতে টিনের দুই চালা ঘরের ইট দিয়ে পাকা প্রাচীর নির্মাণ কাজ শুরু করি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করছে। চতুর্দিকে ৩ ফিট প্রাচীর কাজ নির্মাণ করা হয়েছিল। রাতের আধারে এগুলো ভেঙ্গে দিয়েছে। নির্মাণ প্রাচীর ভেঙ্গে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে তারা।

নির্মাণ প্রাচীর ভাঙচুর এবং বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকির বিষয়ে রবিবার বিকেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ধুনট থানায় ৬ জনের নাম করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।