স্টাফ রিপোর্টার অনুসন্ধানবার্তাঃ
বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, বিএনপির অফিস ভাংচুর ও মশাল মিছিলের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ই মার্চ) অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো- ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শামীম (৫০), ধুনট পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর (৩৫) ও পৌর যুবলীগের নেতা রায়হান আলী (৩৫)।