স্টাফ রিপোর্টার,অনুসন্ধান বার্তা:
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ১২ সদস্যকে আটক করেছে। এসময় চোরাইকৃত ২টি গরু উদ্ধার করা করা হয়৷

সোমবার (১০ই মার্চ) শিবগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আটককৃতরা হলো- রিপন মিয়া, দেলোয়ার হোসেন, ইউনুছ আলী, ময়লুন ইসলাম, মোক্তার হোসেন, মোমিনুল ইসলাম, দুলাল ওরফে দুলা, বেলাল হোসেন, রাসেল হোসেন, লিটন মিয়া, নামুল হক ও আব্দুল বারী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এই অপরাধী চক্রের বাকি সদস্যদের আটক এবং আরও গরু উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।।