ধুনটে বাজার নিয়ন্ত্রণে ইউএনওর অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মথুরাপুর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, কাঁচা বাজারের দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করা হচ্ছে কিনা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় তিন দোকানীকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।