স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) বিকালে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বিজয় শেখ (২২) ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এসময় মাদকদ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
নির্বাহী ম্যাজিষ্টেট হিমেল রিছিল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে নমুনা সংরক্ষণপূর্বক ধ্বংস করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।