স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ধুনটের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আব্দুল কারীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি, বাংলাদেশ খেলাফত মজলিস ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী এনামুল হক আরেফী, ধুনট বাজার মসজিদের খতীব মুফতী ফয়জুল্লাহ কাসেমী, ধুনট ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।