ধুনটে অপহরণের পর মুক্তিপণ আদায়, ডিবি পুলিশসহ ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ পুলিশ সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) বিকালে গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবিতে কর্মরত এসআই শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মাহবুর আলম, কনস্টেবল বাশির আলী এবং সিভিল ড্রাইভার মেহেদী হাসান।

এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা, ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম।

অপহরণের শিকার দুই তরুণ হলেন- ফ্রিল্যান্সার ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের সেলিমের ছেলে রাব্বি (১৯) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে জাহাঙ্গীর (২৪)। পুলিশ তাদের পরিবারের অভিযোগের বরাত দিয়ে জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ব্যক্তি তাঁদের বাড়িতে আসে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় নিয়ে গিয়ে তাদের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হয়।

রাতেই জাহাঙ্গীরের পরিবার ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাব্বির পরিবার বিকাশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে তিনিও ছাড়া পান। এদিকে রাব্বি মুক্তি পাওয়ার পর তার পরিবার মোটরসাইকেল নিয়ে অভিযুক্তদের গাড়ির পিছু নেয়। পরে নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের কাছে তাঁরা পুরো ঘটনা জানান। এরপর হাইওয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ধুনট থানায় সোপর্দ করেন। এঘটনায় সোমবার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অপহৃত রাব্বির বাবা মো: সেলিম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার বিকেলে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।