
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জনসাধারণের সঙ্গে ইফতার করেছে বিএনপি। শনিবার (২৯ মার্চ) মথুরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মুলতানী পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন।
মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন সহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধুনট উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহাদত হোসেন।