স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় শ্রমিকদল নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় শনিবার (১২ এপ্রিল) ধুনট থানার এসআই হারুনর রশিদ বাদী হয়ে শ্রমিকদল নেতা সহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- চরধুনট গ্রামের মৃত বুইদা প্রামানিকের ছেলে পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মহা আলম জীবন (৩৫)।
এবিষয়ে ধুনট থানার এসআই হারুনর রশিদ বলেন, গত ১১ই এপ্রিল রাতে ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি মামলার আসামীরা ধুনট পৌর এলকার চর ধুনট গ্রামে ধুনট পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদের বাড়িতে আবস্থান করছে। আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে ওসি স্যারকে অবগত করি। ওসি স্যারের নির্দেশে রাত ১টা ৩০ মিনিটের দিকে থানার এএসআই সেলিম শেখ ও দুই জন কনষ্টেবল সহ পুলিশ পিকআপ নিয়ে চর ধুনট গ্রামে শ্রমিক দল নেতা আব্দুল মজিদের ঘর থেকে এজাহার ভুক্ত আসামী মহা আলম জীবনকে গ্রেপ্তার করি।
এসময় শ্রমিক দলের নেতার স্বজনেরা পোষাক পরিহিত পুলিশদেরকে ডাকাত ডাকাত বলে চিৎকার করে ঘরের টিনের বেড়ায় পেটাতে থাকে। তাদের চিৎকারে মহিলা সহ অন্তত ২০/২৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতা আব্দুল মজিদের নেতৃত্বে আসামী মহা আলমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চেষ্টা চালায় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এসআই হারুনর রশিদ বলেন, তারা আসামীকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে একপর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমি সহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়।
আহত এসআই হারুনর রশিদ আরো জানান, একপর্যায়ে তারা আহত পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে। পরে অবস্থা বেগতিক দেখে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ধুনট পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ও মহা আলমকে গ্রেপ্তার করে এবং তাদের জিম্মিদশা থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দয়ের করা হয়েছে। রাতেই অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।