ধুনটে অর্থ জালিয়াতির মামলায় স্কুল শিক্ষিকা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি হিসেবে নিলা খাতুন (৪০) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃত ওই শিক্ষিকাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে রবিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, অর্থ জালিয়াতির একটি মামলায় নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে তার স্বামী বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।