ধুনটে ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের তিন মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে ২ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো- বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত সন্তোষ সাহার ছেলে লিমন সাহা (৪০) ও ধুনটের বড়াইতলী এলাকার দুলালের ছেলে রতন মিয়া (৩৫)।

জানাগেছে, মঙ্গলবার বিকালে ধুনট উপজেলা সদরের ডিগ্রি কলেজের পাশের হেলিপ্যাডে বসে ট্যাপেন্ডাডল ট্যাবলেট (মাদক) সেবন করছিল লিমন ও রতন। এসময় বগুড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহ-আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামীকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।