ধুনটে কৃষকদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে নিরাপত্তাহীনতায় এক সংখ্যালঘু পরিবার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করে এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন এক সংখ্যালঘু পরিবার। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে ধুনট ডাইম কমপ্লেক্স মার্কেটে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিলকাজুলি গ্রামের শ্রী সুবাস সরকারের স্ত্রী শ্রীমতি আলো সরকার।

সংবাদ সম্মেলনে শ্রীমতি আলো সরকার বলেন, গত ৮ মে বিলকাজুলি গ্রামের রমজান আলীর কাছে থেকে জমি বিক্রি করে বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা একটি কাপড়ের ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে একই গ্রামের গোলাম রসুলের ছেলে ধুনট উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহম্মেদ (৪২), তার সহযোগি রুবেল আহমেদ (৩৫), আব্দুস সালাম (৩৬), আব্দুর রাজ্জাক (৫০) ও মঞ্জিল হোসেন (৪৫) পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে আমার কাছে থাকা জমি বিক্রি করা বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এঘটনায় গত ১০ মে আমি বাদী হয়ে উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহমেদ সহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এদিকে মামলা দায়েরের পর থেকেই শামীম আহমেদ ও তার সহযোগিরা আমার বাড়ি এসে অকথ্যভাষায় গালাগালি করে মামলা তুলে নিতে বলে। এতে রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে ননজুডিশিয়াল ৪টি ষ্ট্যাম্পে আমার নাম লিখে জোর করে স্বাক্ষর নেয়।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, রীতিমতো আসামীদের হুমকিÑধামকি সহ প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি। আসামীদের অব্যাহত হুমকির কারনে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবিষয়ে ধুনট থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মামলার বাদীকে হুমকি দেওয়া হলে এবিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওই সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার আশ্বাস দিয়ে ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল কখনো প্রশ্রয় দেবে না। তাই তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের হাই কমান্ডকে জানানো হয়েছে।