ধুনটে যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার বিষ্ণপুর মৌজার ৮ একর ৭৯ শতক সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) এবিষয়ে নছরতপুর ও বিষ্ণপুর গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানাযায়, চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর মৌজার রহবিল জলাশয়সহ ৮ একর ৭৯ শতক সরকারি খাস সম্পত্তি আওয়ামীলীগ সরকারের সময় অবৈধভাবে দখল করে নেয় বিষ্ণপুর গ্রামের আলতাব আলী শেখের ছেলে চৌকিবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য শাহীন আলম। এরপর তিনি খাস খতিয়ানের ৩১৩৩ ও ৩১৩৪ দাগের ওই সম্পত্তির পুকুরপাড়ের চারপাশে গুচ্ছগ্রামের ভূমিহীনদের উচ্ছেদ করে ২০ লাখ টাকা মূল্যের ৫ শতাধিক গাছ বিক্রি করে আত্মসাত করেন।

এবিষয়ে নছরতপুর গ্রামের শিক্ষক রেজভী আহমেদ বলেন, শাহীন আলম সম্প্রতি খাস খতিয়ানের আরো ৪৫২৯ দাগের জমি দখল নিয়ে চারদিকে পাড় নির্মানের পায়তারা করছে। উক্ত পাড় নির্মান করা হলে প্রায় ১০টি গ্রামের প্রায় ১শ একর ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এসব বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও ভূমিহীনরা প্রতিবাদ করায় যুবলীগ নেতা শাহীন আলম ও তার লোকজন তাদেরকে মারধর সহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে। তাই এই সরকারি খাস সম্পত্তি ওই যুবলীগ নেতার কাছ থেকে দখলমুক্ত করতে শতাধিক গ্রামবাসী মঙ্গলবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, গ্রামবাসীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।