ধুনটে তিনদিনব্যাপী ভূমি মেলা
রবিবার বগুড়ার ধুনটে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, ‘ই-মিউটেশন পদ্ধতি চালু হওয়ায় এখন আর গ্রাহকের সকল পেপারস এর ফটোকপি বা হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। জনবান্ধব ভূমি সেবায় ব্রাউজিং করতে জানা যেকোনো ব্যক্তি তার হাতে থাকা স্মার্ট ফোন দ্বারা যাবতীয় ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।’ এছাড়া ডাকযোগে ভূমি সেবা, মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, খাজনা পরিশোধ সহ ভূমির বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন তিনি।

এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ভূমি সেবা গ্রহীতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।