ধুনটে বিএনপির মামলায় আ’লীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামী হিসাবে সাইফুল ইসলাম খোকা (৫৫) নামে আওয়ামীলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম খোকা চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন।

মামলাসূত্রে জানাযায়, গত ১৭ ফেব্রুয়ারী ধুনট বাজারে মশাল মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মামলায় উল্লেখ করা হয়, মশাল মিছিল থেকে যুবদল নেতা রিপন শেখের উপর ককটেল হামলা করা হয়। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার ৯৬ জনের নাম উল্লেখ করে এবং ৬০-৭০জন কে অজ্ঞাত আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামী হিসাবে সোমবার রাতে আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, বিস্ফোরক আইনের মামলায় একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।