
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
ইউএনও জানান, গোপালনগর ইউনিয়নের বিশারদিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত দুজনের প্রত্যেককে ২ বান্ডিল টিন ও ৬ হাজার টাকার চেক এবং একজনকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের প্রমূখ।