ধুনটে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আবু সাঈদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আবু সাঈদ চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের বক্সা মন্ডলের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, গত ২৭ জুন শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে একই গ্রামের বক্সা মন্ডলের ছেলে লম্পট আবু সাঈদ রাত ১টার দিকে ঘরের দরজার রশি কেটে গৃহবধুর ঘরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় গৃহবধুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধু ঘুম থেকে জেগে চিৎকার দিলে আবু সাঈদ পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সোমবার (৭ জুলাই) আবু সাঈদের বিরুদ্ধে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার বিকেলে চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়শিমুল বাজার থেকে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।