
ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সামিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। সভায় পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে মাঠ পর্যায়ে আরো কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানান তারা।