স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠী সহ শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় ধুনট থানার সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় বিক্ষোভকারীরা ৯ম শ্রেণীর ছাত্র নিরব হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবী করে পুলিশী হয়রানী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়ে শিক্ষার্থী নিরব হাসানকে হয়রানী করবে না এবং তদন্ত করে মামলা থেকে শিক্ষার্থী নিরব হাসানের নাম বাদ দেওয়ার আশ্বাস দেন। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলে ফিরে যান।
স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জুয়েল রানার সাথে শিক্ষার্থী নিরব হাসানের পরিবারের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে জুয়েল রানা গত ৯ই জুলাই ধুনট থানায় নিরবের বাবা আশাদুল ইসলাম, চাচা কালু মিয়া, আরিফুল ইসলাম সহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র নিরব হাসানকে ৪নং আসামী করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অনেকে তথ্য গোপন করে মামলা দায়ের করেন। আমারা তদন্ত করে প্রকৃত ঘটনায় চার্জশীট দাখিল করি। জুয়েল রানা যে মামলা করেছে সেই মামলাটি তদন্ত করা হয়নি। আর আসামী হিসাবে নিরবের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে, তার বয়স দেখানো হয়েছে ১৯ বছর। প্রকৃত পক্ষে আসামী নিরব শিক্ষার্থী হলে এবং ঘটনার সাথে জড়িত না থাকলে পুলিশ তাকে হয়রানী করবে না এবং তদন্ত করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে।