ধুনটে বিএনপির পৃথক দুটি মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত পৃথক দুটি নাশকতার মামলায় আল আমিন তরফদার (৫০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আল-আমিন তরফদার ধুনট পৌরসভার জিঞ্জিরতলা গ্রামের মৃত আজাহার তরফদারের ছেলে এবং তিনি পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর।

মামলাসূত্রে জানাযায়, গত ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির অর্ধশত নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদি হয়ে ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আল আমিন তরফদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর বুধবার সকালে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।