ধুনটে নাশকতার মামলায় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত নাশকতার মামলায় জাহাঙ্গীর আলম জুয়েল (৪৪) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম জুয়েল নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং তিনি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে হামলার ঘটনা ঘটে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, মামলার এজাহারে জাহাঙ্গীর আলম জুয়েলের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।