স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বৃহস্পতিবার ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এরপর জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপকারভোগিদের মাঝে কম্পিউটার, স্কুল বেঞ্চ, সেলাই মেশিন, ঢেউটিন, ডাস্টবিন, ফুটবল বিতরণ এবং উপজেলা প্রাণি সম্পদ অফিসে ক্ষুদ্র-নৃগোষ্ঠিদের মাঝে গরু বিতরণের উদ্বোধন করেন।
পৃথক এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা কৃষি অফিসার সামিদুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলতাফ উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার নাহিদা সুলতানা, প্রাণী সম্পদ অফিসার রেহেনা খাতুন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।