স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বগুড়া জেলার ধুনট উপজেলার একই পরিবারের বাবা-মা ও সন্তানসহ ৫ জনের। শুক্রবার দুপুরে গাজিপুর জেলার মাওয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটো রিকসার সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতরা বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭), সন্তান আবু হুরাইরা (১৪) সহ অন্য এক যাত্রী ও সিএনজি চালক।
কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করে জানান, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজিপুর এলাকায় পোশাক কারখানায় চাকুরি করে। তার বাবা ছাবেদ আলী অসুস্থ হওয়ায় সে সিএনজিযোগে তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন। পথিমধ্যে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একই পরিবারের ২ জনের মৃত্যু হয় এবং পরে আরো ৩ জনও মারা যায়।