স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিএনপির অফিস ভাংচুরের মামলায় এক আওয়ামীলীগ নেতা ও এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে- শাহার আলী ফকির কাঁদাই গ্রামের মৃত আহম্মদ আলী ফকিরের ছেলে এবং তিনি কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গ্রেপ্তারকৃত আবু সাইদ এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এবং তিনি ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহার আলী ফকিরকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাঁদাই বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আবু সাইদকে এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী বাজারের স্থানীয় বিএনপির নেতারা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিনি আরো জানান, ২০২৪ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে যুবদল নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে দুই জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।