স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ের উত্তর কান্তনগর বাঁশহাটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম ধুনট উপজেলার উত্তর কান্তনগর মাদার দওপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ধুনট থানার এসআই শামীম হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, কৃষক আব্দুল করিম ধান ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য মোজাফ্ফর রহমানের সেচ পাম্পে গিয়ে সুইচ দিতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।