ধুনট হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুঞ্জিল হোসেন (৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মুঞ্জিল হোসেন ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রামের নুর মোহাম্মাদ শেখের ছেলে।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, মুঞ্জিল হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালের ২৬ জানুয়ারি একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তিনি ৩০ নম্বর এজাহারভুক্ত আসামী ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ধুনট হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।