স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম মথুরাপুর গ্রামের মৃত পলান শেখের ছেলে এবং তিনি পেশায় ভ্যান চালিয়ে ও শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম ভ্যান চালিয়ে বিভিন্ন হাট-বাজারে ফেরি করে শরবত বিক্রি করেন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এরপর মথুরাপুর তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা শরবত তৈরীর মালামাল বের করতে যায় জাহিদুল। সেখানে ওই ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়লে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এতথ্য নিশ্চিত করে জানান, জাহিদুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।