ধুনটে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার ধুনটে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকালে ধুনট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, ধুনট বাজারে বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।