ধুনটের গোপালনগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্ত কর্মসূচির উদ্বোধন অনুষ্কঠানে প্রেরধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপালনগর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসাবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলুর হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হক।

এছাড়া কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদ আব্দুল আলীম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুহিন, সাধারণ সম্পাদক মহসিন আলী, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, মুথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, নিমগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক সদস্য আমিনুল ইসলাম, ধুনট উপজেলা মহিলা দলের সভানেত্রী শারমিন সুলতানা দিতি, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন প্রমূখ।