ধুনটে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ১১ গাড়ি চালকের জরিমানা
বগুড়ার ধুনটে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ১১ জন গাড়ি চালককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ১১ জন গাড়ি চালককে ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনট পৌরসভার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, ধুনট পৌরসভার সম্মুখ রাস্তায় বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ১১ জন ব্যক্তিকে সড়ক পরিবহন আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।