ধুনটে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসার সুপার বরখাস্ত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অর্থ আত্মসাত, চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাদাই দাখিল মাদ্রাসার সুপার মোকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার মাদ্রাসা পরিচালনা কমিটির (এডহক) সভাপতি মজনু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মি. মজনু মিয়া জানান, ২০২৪ সালের ১ অক্টোবর কাদাই দাখিল মাদ্রাসার সুপার মোকছেদ আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, চেক জালিযাতি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপজেলা শিক্ষা অফিসে দায়ের করেন গ্রামবাসী ও অভিভাবকবৃন্দ। গ্রামবাসীরা অভিযোগ করেন, ২০২৩ সালে মাদ্রাসায় একজন আয়া ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগ বাবদ সকল ব্যায়অন্তে মাদ্রাসার তৎকালীন সভাপতি বনি আমিন মিন্টু মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য নগদ ২ লাখ ২৫ হাজার টাকা সুপার মোকছেদ আলীর কাছে জমা দেন। কিন্তু সুপার মাদ্রাসার উন্নয়নে কোন কাজ না করায় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এছাড়া মাদ্রসায় অনুপস্থিত এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগে গত ৩১ জুলাই মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তে মাদ্রাসার মোকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের বিষয়টি গত ১ আগস্ট বগুড়া শিক্ষা অফিসারকে দাপ্তরিকপত্রে অবহিত করা হয়েছে।

তবে এবিষয়ে মাদ্রাসার সুপার মোকছেদ আলী বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোন প্রশাসনিক তদন্ত ছাড়াই আমাকে বরখাস্ত করা হয়েছে বলে জানতে পরেছি।

এব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, কাদাই দাখিল মাদ্রাসার সুপারকে বরখাস্তের বিষয়ে একটা অনুলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।